Logo
Logo
×

আন্তর্জাতিক

বিনা ওষুধে এইডসমুক্ত হলেন নারী!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ০১:৩২ পিএম

বিনা ওষুধে এইডসমুক্ত হলেন নারী!

এইচআইভি (এইডস) এমন এক ধরনের মরণ ভাইরাস, যা ক্রমেই রোগীকে মৃত্যুর পথে নিয়ে যায়। 

করোনার মতো এইচআইভিও এক আরএনএ ভাইরাস, যা শরীরে প্রবেশ করা মাত্র ক্ষণে ক্ষণে তার রূপ বদল করে। কিন্তু সেই ভাইরাসই বিনা ওষুধে নির্মূল হল। প্রখ্যাত চিকিৎসা সাময়িকী ন্যাচার জার্নালে এই তথ্যটি প্রকাশিত হয়েছে। 

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়ায়। ১৯৯২ সালে মরণব্যাধি এইডসে আক্রান্ত হন লরিন উইলেনবাগ (৬৬)। তার পর থেকেই গত ৩০ বছর ধরেই মাঝেমধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য হাসপাতালে যেতেন। 

কিন্তু কোনো ওষুধ খেতে চাইতেন না। তখন থেকেই ব্যতিক্রমী এ রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখতেন র‌্যাগন ইন্সটিটিউট, এমআইটি অ্যান্ড হার্ভার্ডের গবেষকরা।  

অবশেষে সবাইকে অবাক করে দিয়ে কোনো রকম ওষুধ ছাড়াই এইচআইভি মুক্ত হলেন তিনি, বুধবার গবেষকরা এমনটাই জানিয়েছেন।

আরও জানা গেছে, এখন ৬৩ জনের ওপর গবেষণা চলছে যাদের দেহে এইচআইভি সংক্রমণ অনেকটাই রুখেছে তাদের দেহ। 

পরীক্ষা থেকে এটা স্পষ্ট যে, এসব এইচআইভি রোগীর দেহে নিজের থেকেই এইচআইভি ভাইরাস প্রতিরোধী ক্ষমতা গড়ে উঠেছে, যা গবেষণায় নতুনমাত্রা যোগ করেছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম