Logo
Logo
×

আন্তর্জাতিক

সুস্থ হয়ে উঠছেন নাভালনি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ০১:০০ পিএম

সুস্থ হয়ে উঠছেন নাভালনি

ছবি: এএফপি

সন্দেহজনক বিষপ্রয়োগের শিকার হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনি বর্তমানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে রু। বার্লিনের যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন, সেখান থেকে এমন তথ্য দেয়া হয়েছে।

তবে অবস্থার উন্নতি ঘটলেও ৪৪ বছর বয়সী এই রাজনীতিককে কোমায় রাখা হয়েছে, ভেন্টিলেটরও সরানো হয়নি।

বিখ্যাত শারিট হাসপাতাল এক বিবৃতিতে জানায়, তার অবস্থা গুরুতর, তবে জীবনসংহারী না।

২০ অগাস্ট সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে বিমানের ভেতরেই এ রাজনীতিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নাভালনিকে হাসপাতালে নিতে বিমানটি সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণও করে।

তমস্কে বিমানে ওঠার আগেই ক্রেমলিনের কট্টর সমালোচক নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছিল বলে ধারণা তার সমর্থকদের। 

বিমানবন্দরে পুতিনবিরোধী এ নেতা চা পান করার আগেই তার পানীয়তে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বলে সন্দেহ তাদের।

রাশিয়ার চিকিৎসকরা নাভালনির দেহে বিষক্রিয়ার কোনো প্রমাণ না পেলেও পরে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার জার্মান হাসপাতাল কর্তৃপক্ষ নাভালনির অবস্থা স্থিতিশীল বলে জানায়।

বার্লিনের শ্যারিটি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তিনি এখনও কোমায়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। একইদিন নাভালনির মুখপাত্রও তার অবস্থার উন্নতি হচ্ছে এবং তার প্রাণ নিয়ে সংশয় নেই বলে জানান।

৪৪ বছর বয়সী এ রাজনীতিকের বিষক্রিয়া রহস্যের তদন্ত চলছে বলে জানিয়েছে রুশ পুলিশ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম