Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রথম দিকে পরাজয় স্বীকার না করতে বাইডেনের প্রতি হিলারির আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০৩:০১ এএম

প্রথম দিকে পরাজয় স্বীকার না করতে বাইডেনের প্রতি হিলারির আহ্বান

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের প্রতি তড়িঘড়ি পরাজয় মেনে না নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

তিনি ২০১৬ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন।-খবর বাসসের

মঙ্গলবার ‘দ্য সার্কাস’ নামক একটি শোটাইমের সঙ্গে সাক্ষাৎকারে হিলারি বলেন, সব ভোট গণনা না হওয়া পর্যন্ত বাইডেনের উচিত হবে পরাজয় স্বীকার না করা। কারণ তিনি মনে করেন, ভোট গণনা প্রলম্বিত হতে পারে।

হিলারি বলেন, কোনো অবস্থাতেই বাইডেনের পরাজয় স্বীকার করা উচিত হবে না। কারণ আমি মনে করি– ভোট গণনা প্রলম্বিত হবে। 

‘এ ছাড়া আমি বিশ্বাস করি, আমরা যদি এক ইঞ্চিও ছাড় না দিই এবং অন্যদিকে মনোযোগ না দিয়ে কেবল এদিকটায় নজর দিই, তা হলে বাইডেন জিতবে।’

হিলারি ২০১৬ সালের নির্বাচনে ৩০ লাখের বেশি ভোট পেয়েও হেরে যান। তিনি ইলেকট্রোরাল ভোটে হেরে গিয়েছিলেন।

হিলারি বলেন, রিপাবলিকানরা কয়েকটি বিষয়ের দিকে তাকিয়ে আছে। এর একটি অনুপস্থিত ভোটারের ভোট নিয়ে কারসাজি।

এ পরিপ্রেক্ষিতে তিনি ব্যাপক আইনি পদক্ষেপের বিষয়ে ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ভোটকেন্দ্রের বাইরে রিপাবলিকান ও ট্রাম্প যে ধরনের ভয়ভীতি দেখানোর আয়োজন করছে; তা মোকাবেলায় আমাদেরও নিজস্ব দল থাকতে হবে।

এদিকে করোনাভাইরাসের কারণে আমেরিকায় অধিকাংশ ভোটার ডাকযোগে অর্থাৎ মেইল ইন ভোটিং পদ্ধতিতে তাদের ভোট দেবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু ট্রাম্প বরাবরই এ পদ্ধতিতে ভোট জালিয়াতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে আসছেন। 

এমনকি তিনি অর্থ সংকটে থাকা মার্কিন পোস্টাল সার্ভিসকে প্রয়োজনীয় তহবিল দিতেও অস্বীকৃতি জানিয়েছেন।

যদিও আমেরিকায় তেমন কোনো অভিযোগ ছাড়াই ভোটাররা এ পদ্ধতিতেই ভোট দিয়ে আসছেন। এমনকি ট্রাম্প নিজেও মেইলেই ভোট দিয়েছেন।

কিন্তু ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে পোস্ট অফিসের এ পদ্ধতিকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। এদিকে ট্রাম্প নির্বাচনী ফল মেনে নেবেন এমন নিশ্চয়তা দিতে বারবারই অস্বীকৃতি জানিয়ে আসছেন।

উল্লেখ্য, নির্বাচনী জরিপের সব ফলেই এখনও পর্যন্ত ট্রাম্প বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম