
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ এএম
স্কুলে ফিরলেন গ্রেটা থুনবার্গ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২০, ০৪:২৪ পিএম

ছবি: গার্ডিয়ান
আরও পড়ুন
স্কুলে ফিরেছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। বিশ্বের জলবায়ু পরিবর্তন নিয়ে আন্দোলন নিয়ে ব্যস্ত থাকায় বছরখানেক ক্লাসের বাইরে ছিলেন এই সুইডিশ কন্যা।
সোমবার ১৭ বছর বয়সী গ্রেটা টুইটারে বলেন, স্কুলের সঙ্গে এক বছরের দূরত্ব শেষ হয়েছে। অবশেষে আবারো স্কুলে ফিরতে পেরে দুর্দান্ত লাগছে।
এ সময় স্কুলব্যাগ কাঁধে ও সাইকেলে হাত রাখা তার একটি হাস্যোজ্জ্বল ফটোগ্রাফও পোস্ট করেন তিনি।
তবে কোন শহর বা স্কুলে তিনি তার লেখাপড়া অব্যাহত রাখবেন সে সম্পর্কে কিছু বলেননি।
এর আগে ২০১৯ সালের জুনে তার স্কুল ইয়ার শেষ করে বিশ্বজুড়ে ভ্রমণ শুরু করেন। তাতে মনে করা হচ্ছিল তিনি হয়তো তার লেখাপড়ায় ইতি টেনেছেন।
My gap year from school is over, and it feels so great to finally be back in school again! pic.twitter.com/EKDzzOnwaI
— Greta Thunberg (@GretaThunberg) August 24, 2020