Logo
Logo
×

আন্তর্জাতিক

পাক সীমান্তে ৫ জনকে গুলি করে মারল বিএসএফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০১:০৪ পিএম

পাক সীমান্তে ৫ জনকে গুলি করে মারল বিএসএফ

ছবি-পাঞ্জাব বিএসএফের টুইটার পেজ থেকে নেয়া

ভারতের পাঞ্জাবে পাঁচ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার ভোরে পাঞ্জাবের ইন্দো-পাক সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতদের অনুপ্রবেশকারী বলে দাবি করলেও তারা কোন দেশের নাগরিক তা জানায়নি বিএসএফ। 

বিএসএফ কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই। 

কর্মকর্তাদের দাবি, অনুপ্রবেশকারীরা তারন তরান জেলার খেমকারান সীমান্তবর্তী অঞ্চল দিয়ে ভারতের পাশ দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। এসময় থামতে বলা হলে তারা বিএসএফের দায়িত্বরত সদস্যদের ওপর গুলি চালায়। এসময় দুই পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ৫ অনুপ্রবেশকারী নিহত হয়।

সূত্র: এনডিটিভি 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম