Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল মালদ্বীপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০৭:৫৬ পিএম

বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল মালদ্বীপ

মালদ্বীপের ফ্লাইট। ফাইল ছবি

বাংলাদেশি শ্রমিক নিয়োগে সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।  চলতি বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কোনো শ্রমিক নিয়োগ না দেওয়া ঘোষণা দিয়েছিল দেশটি। বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।  এ খবর জানিয়েছে, মালদ্বীপের প্রভাবশালী ইংরেজি গণমাধ্যম দ্য এডিশন।

এর আগে ২০১৯ সালে সেপ্টেম্বরে অনিবন্ধিত প্রবাসী শ্রমিকের সংখ্যা কমাতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছিল।  তবে এর মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি সময়ে নতুন করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ফায়াজ ইসমাইল গত বছর প্রতি দেশ থেকে দেড় লাখ শ্রমিক নেয়ার একটি সীমাও নির্ধারণ দেন।

দেশটির প্রভাবশালী গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়,  বাংলাদেশ এই কোটা পার করে ফেলায় শ্রমিক নেয়া হচ্ছে না।

তবে এই নিষেধাজ্ঞা পেশাদার স্তর বা বিশেষ প্রশিক্ষণের অধিকারী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

মালদ্বীপের অভিবাসন বিভাগের দাবি, দেশটিতে শ্রম ভিসায় প্রবেশ করা ১ লাখ ৪৪ হাজার ৬০৭ জন প্রবাসীর মধ্যে ৬৩ হাজার বৈধভাবে বসবাস করছেন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫ হাজার ৪৯ জন অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ২০ হাজার শ্রমিককে তারা ঢাকায় ফেরত পাঠাতে চায়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম