বেলারুশে গুপ্তচরবৃত্তির দায়ে ইসরাইলিকে ধরে পুলিশের পিটুনি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ০৫:৩৪ এএম
গুপ্তচরবৃত্তির দায়ে বেলারুশে এক ইসরাইলিকে ধরে বেধড়ক পিটিয়েছে পুলিশ।
ইসরাইলি ওই যুবককে আটক করে ১৬ ঘণ্টা নির্যাতন করা হয় বলে দাবি করেছে ইসরাইল। খবর জেরুজালেম পোস্টের।
তবে বেলারুশে আটক ওই ইসরাইলির দাবি, হলোকাস্টে মারা যাওয়া স্বজনদের ব্যাপারে জানতে তিনি সেখানে গেছেন।
সোমবার থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ধর্মঘট। নিজ নিজ কর্মস্থলের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিক ও রাষ্ট্রীয় টেলিভিশনের সংবাদকর্মীরাও।
নির্বাচনে কারচুপির প্রতিবাদে ও প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে।
বিক্ষোভ দমনে রাশিয়ার সামরিক সহযোগিতার প্রতিশ্রুতির পর বেলারুশের ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে জার্মানি।
সেই সঙ্গে ইইউর পূর্বঘোষিত নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ অভিহিত করে এর ফল প্রত্যাখ্যান করেছে ব্রিটেনও। পাশাপাশি নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছে জার্মানির মতো।
প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে গত এক সপ্তাহ ধরে নজিরবিহীন বিক্ষোভ দেখাচ্ছে দেশটির জনগণ।