
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৪ পিএম
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের জন্য ফি বাড়ছে বহুগুণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৬:২৯ পিএম

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে অভিবাসন-নাগরিকত্বসহ বিভিন্ন ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে। এর মধ্যে দেশটিতে আশ্রয় প্রার্থীদের আবেদন ফি ৫০ ডলারসহ নাটকীয়ভাবে ন্যাচারাইলাজেশন সার্ভিসের জন্য ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব বর্ধিত ফি আগামী ২ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ভয়েচ অব আমেরিকা।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন কর্তৃপক্ষ (ইউএসসিআইএস) এ সংক্রান্ত প্রস্তাবনা গ্রহণ করায় বর্ধিত ফি নিয়ে আর কোনো ঝামেলা থাকছে না। এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট গত ৩১ জুলাই এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে।
নতুন এ আইনে আশ্রয় প্রার্থীরা প্রথমবারের মতো ফি পরিশোধ করে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। যদিও এর আগে তাদের কাজের অনুমতি দেওয়া হয়নি।
নাগরিকত্বের জন্য আবেদন (অনলাইন ন্যাচারালাইজেশন) এক লাফে বাড়ানো হয়েছে ৫০০ ডলার। যা আগে ছিল ৬৪০ ডলার। এখন তা ১১৭০ ডলার। বেড়েছে ৮০ শতাংশ।
ইমিগ্রেশন বিভাগ বলছে, অনলাইনে আবেদন করলে, সে ক্ষেত্রে ফি ১০ ডলার কম পড়বে। বিশ্বব্যাপী শরণার্থীরা বিভিন্ন দেশে ফি ছাড়া আবেদন করেন। শুধুমাত্র অস্ট্রেলিয়া, ফিজিও, ইরান এতদিন আবেদন ফি গ্রহণ করত। চতুর্থ দেশ হিসেবে আমেরিকা যুক্ত হল। নতুন এ আইনে আশ্রয় প্রার্থীদের আবেদনের জন্য এখন ধার্য করা হয়েছে ৫০ ডলার।
নিম্ন আয়ের বৈধ অভিবাসীরা আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করলে ফি না দিলেও চলত। যদিও তা এখনো বহাল রয়েছে; কিন্তু আবেদন প্রক্রিয়া এতই জটিল করা হয়েছে যে, তাতে অনেকেই নাগরিকত্ব পেতে হলে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। যা আগে অনেকটাই সহজ ছিল।
ইউএসসিআইএসের ডেপুটি ডিরেক্টর জোসেফ এডলফ বলেন, ইউএস সিটিজেনীশপ অ্যান্ড ইমিগ্রশেন সার্ভিসেস (ইউএসসিআইএস) এর খরচ বহন করার জন্য ইমিগ্রেশন ফি বাড়ানো হয়েছে।
কোন খাতে কত বাড়ানো হয়েছে, দেখতে এখানে ক্লিক করুন