
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ পিএম
লিবিয়ায় আমিরাত দূতাবাসে হামলা, আবুধাবি ছাড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ১২:৪৭ পিএম

আরও পড়ুন
ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘটনায় আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এর অংশ হিসেবে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আরব আমিরাতের দূতাবাসে হামলা হয়েছে। বহুসংখ্যক মানুষ এ হামলায় অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। আনাদোলু, এএফপি ও আল জাজিরার।
ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে ফিলিস্তিনি নেতারা পিঠে ছুরি মারার শামিল বলে মনে করছেন।
ত্রিপোলিতে বিক্ষোভকারীরা আমিরাতের দূতাবাসে হামলার সময় পেট্রোল বোমা ব্যবহার করেছে। তারা আবুধাবির চুক্তিকে ‘কলঙ্ক’ বলে উল্লেখ করেছে।
আমিরাতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এসাম মাসালহা
এদিকে, ইসরাইল ও আমিরাতের চুক্তির প্রতিবাদে ফিলিস্তিনি রাষ্ট্রদূত দেশে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মহাসচিব জিবরিল রাজুব।
তিনি বলেন, আমিরাতে নিযুক্ত এসাম মাসালহা আবুধাবি থেকে দেশে রওয়ানা দিয়েছেন এবং তিনি আর কখনো আমিরাতে ফিরে যাবেন না।