Logo
Logo
×

আন্তর্জাতিক

সম্পত্তিতে সমান অধিকার নিয়ে নতুন রায় ভারতীয় সুপ্রিমকোর্টের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ০৯:১৭ এএম

সম্পত্তিতে সমান অধিকার নিয়ে নতুন রায় ভারতীয় সুপ্রিমকোর্টের

ফাইল ছবি

অবিভক্ত হিন্দু পরিবারের সম্পত্তিতে মেয়েদের পক্ষে রায় দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট।  আদালত জানায়, এখন থেকে বাবার সম্পত্তিতে ছেলে ও মেয়েদের সমানাধিকার থাকবে।

মঙ্গলবার বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেয় বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।  

রায়ে বলা হয়, ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকারী (সংশোধিত) আইন মোতাবেক অভিভাবকের সম্পত্তিতে মেয়েদের স্বীকৃত অধিকার থাকবে। অর্থাৎ সম্পত্তিতে ছেলেদের যা অধিকার, মেয়েরাও সেই অধিকার ভোগ করবেন। বাবা যদি সেই সংশোধনী প্রণয়নের আগে মারা যান, তাহলেও ছেলে ও মেয়েদের সমানাধিকার প্রযোজ্য হবে।

ভারতীয় সুপ্রিমকোর্টের এমন ব্যাখ্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।  কারণ আগে একাধিক মামলায় শীর্ষ আদালত রায় দিয়েছিল, ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর যদি বাবা এবং মেয়ে দু’জনেই জীবিত থাকেন, তবেই বাবার সম্পত্তিতে মেয়ের স্বীকৃত অধিকার থাকবে। 

রায় শেষে বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘এক মেয়ে সারাজীবনের।  একবার যে মেয়ে (হয়), সে সারাজীবনের মেয়ে।  
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম