Logo
Logo
×

আন্তর্জাতিক

চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিতে পারেন লেবানিজ প্রধানমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ১০:১৯ পিএম

চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিতে পারেন লেবানিজ প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। ছবি: সংগৃহীত

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পরে চাপের মুখে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগ ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা। 

সোমবার মন্ত্রিপরিষদের অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ইতিমধ্যে দেশটির অভ্যন্তরীণ সরকার পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী দিয়াবের টেলিভিশন বিবৃতি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার করা হবে। 

মঙ্গলবার রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর গত শনিবার থেকে দেশটির সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন। দেশটিতে চলমান বিক্ষোভের মুখে তথ্যমন্ত্রী, পরিবেশমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেন। 

বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ২০০ শতাধিকের বেশি মানুষ নিহত হয়েছেন। আর এতে আহত হয়েছেন অনন্ত ৬ হাজারের বেশি মানুষ।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম