Logo
Logo
×

আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের ২ রাজ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০৯:২৭ এএম

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের ২ রাজ্য

ভারতের উড়িষ্যায় শনিবার সকালে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮। 

একইদিন কম্পন অনুভূত হয়েছে আসাম রাজ্যেও। আসামের সোনিতপুরে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। 
একের পর কম্পনের ফলে দেশটিতে তীব্র মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর এই সময়। 

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে উড়িষ্যায় কম্পনের তীব্রতা ছিল ৩.৮। বেরামপুরের দক্ষিণ-পশ্চিমে ৭৩ কিমি দূরে ছিল কম্পনের উত্‍সস্থল। 

তবে ভূমিকম্পের মাত্রা কম থাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। কম্পন অনুভূত হতেই ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়। 

একইদিন ভোরে কম্পন অনুভূত হয়েছে আসামে। আসামের সোনিতপুরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। 

কম্পনের সময় আতঙ্কে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম