
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:৩০ পিএম
‘হিরোশিমার জঘন্য ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে’

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৬:১৪ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ছবি: সংগৃহীত
হিরোশিমার জঘন্য ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।
জাপানের হিরোশিমা শহরে বোমা হামলার ৭৫তম বার্ষিকী উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় এ কথা বলেন।
১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় হিরোশিমার হাজার হাজার মানুষ নিহত হয়েছিলেন।
এই বোমা হামলাকে অন্ধকার দিন আখ্যায়িত করে এরদোগান বলেন, আমরা জাপানি জনগণের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি, বিশেষ করে যারা ৭৫ বছর আগে দুঃখ পেয়েছিলেন এবং যারা তাদের প্রিয়জন হারিয়েছেন।
এ থেকে আমরা জঘন্য ঘটনার শিক্ষা পেয়েছি। অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি না করার জন্য এ দিনটি থেকে আমাদের সিদ্ধান্ত নেয়া উচিত।
সূত্র: ইয়েনি শাফাক