Logo
Logo
×

আন্তর্জাতিক

উগান্ডায় পশু হত্যার দায়ে ব্যক্তির ১১ বছরের কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২০, ০৯:৫৪ এএম

উগান্ডায় পশু হত্যার দায়ে ব্যক্তির ১১ বছরের কারাদণ্ড

উগান্ডায় বিপন্ন প্রজাতির বন্য পশু গরিলা হত্যার দায়ে ফেলিক্স বাইয়ামুকুমা নামের এক ব্যক্তিকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

গত জুন মাসে একটি সংরক্ষিত এলাকায় ঢুকে ২৫ বছর বয়সী সিলভারব্যাক প্রজাতির এক গরিলাকে হত্যা করেন ফেলিক্স। শুধু তাই নয়, পাশাপাশি একটি হরিণ ও শূকর হত্যায়ও অভিযুক্ত হয়েছেন ফেলিক্স। খবর আলজাজিরার

নিহত গরিলাটির নাম রাফিকি। এটি উগান্ডার সবচেয়ে বিখ্যাত গরিলা ছিল। এটি উগান্ডার দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুর্গম জঙ্গলে অবস্থিত জাতীয় উদ্যানের গরিলা দলের প্রধান ছিল। সেখানে মাত্র এক হাজারের কিছু বেশি গরিলা টিকে আছে বলে মনে করা হয়। রাফিকি নামের ওই গরিলাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ছিল।

এদিকে রাফিকি হত্যার কথা স্বীকার করে আদালতে ফেলিক্স বাইয়ামুকুমা দাবি করেন,ছোট আকারের পশু শিকারের উদ্দেশ্যে নিয়েই তিনিসহ তিনজন সংরক্ষিত একটি এলাকায় ঢোকেন। এ সময় গরিলাটি তাকে আক্রমণ করলে আত্মরক্ষা করতে গিয়ে তিনি গরিলাটিকে হত্যা করেন।

উগান্ডা ওয়াইল্ডলাইফ অথোরিটির নির্বাহী প্রধান স্যাম মওয়ান্ধা জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের জেরে ফেলিক্সের বাকি তিন সঙ্গীও এখন কারাগারে আছেন। তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম