
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম
মালগাড়ি লাইনচ্যুত, আগুন জ্বলল রেলব্রিজে (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১০:৪২ পিএম

আরও পড়ুন
লেকের উপর থাকা ব্রিজ দিয়ে যাচ্ছিল মালবাহী ট্রেন। ব্রিজের উপর ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় আগুন ধরে গেল ব্রিজে। তাছাড়া, ব্রিজের একাংশেরও ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা।
যুক্তরাষ্ট্রের ফিনিস্কের শহরতলি এলাকায় রয়েছে টেম্পল টাউন লেক এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার রেলব্রিজ দিয়ে যাওয়ার সময়ই সম্প্রতি লাইনচ্যুত হয় মালগাড়িটি। যার জেরে ব্রিজের একাংশ ভেঙে পড়ার পাশাপাশি আগুন ধরে যায় ব্রিজে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ব্রিজের একদিকে জ্বলছে আগুন। আর সেখান থেকে বেরনো ধোঁয়ায় ভরে যাচ্ছে চারিদিক।
আগুন লাগার পর দমকলের বিশাল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউনিয়ন প্যাসিফিক রেলরোডের মুখপাত্র টিম ম্যাকমোহন জানিয়েছেন, ট্রেনের ১০টি কামরার মধ্যে আটটিতে আগুন লেগেছিল। মালগাড়ির সেই বগিতে বিভিন্ন রকম দাহ্য পদার্থও ছিল, যার জেরে আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে। ট্রেনের ক্রু-সদস্যরা গুরুতর আহত হলেও এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি।