Logo
Logo
×

আন্তর্জাতিক

কুখ্যাত ব্রিটিশ গ্যাংলিডার মার্টিন দুবাইয়ে গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৩:৫২ পিএম

কুখ্যাত ব্রিটিশ গ্যাংলিডার মার্টিন দুবাইয়ে গ্রেফতার

যুক্তরাজ্যের কুখ্যাত গ্যাংলিডার ক্রেইগ মার্টিন মোরানকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।

কলিন গান নামে একটি কুখ্যাত মাফিয়া চক্রের প্রধান ওই মার্টিন। খবর এএফপির।

মাদক ও অবৈধ অস্ত্রের কারবারি ওই কুখ্যাত সন্ত্রাসীকে ধরার জন্য আন্তর্জাতিক রেডঅ্যালার্ট জারি করেছিল যুক্তরাজ্যের পুলিশ।

দুবাই পুলিশ বুধবার এক বিবৃতিতে কুখ্যাত ওই গ্যাংলিডারকে গ্রেফতারের খবর জানিয়েছে। 

দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপপ্রধান খলিল ইব্রাহীম আল মসৌরি জানান, ব্রিটিশ গোয়েন্দাদের সঙ্গে যৌথ অভিযানে কুখ্যাত ওই সন্ত্রাসীকে ধরা হয়েছে।

দুবাইয়ের অপরাধ তদন্ত বিভাগের প্রধান জামাল আল জালাফ বলেছেন, আরা বহুদিন ধরে তার গতিবিধি নজরদারি করছিলাম। শেষ পর্যন্ত কুখ্যাত ওই সন্ত্রাসীকে গ্রেফতার করতে পেরেছি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম