
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পিএম
অবৈধভাবে হজ করতে গিয়ে সৌদিতে গ্রেফতার ২৪৪

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৩:৪২ পিএম

আরও পড়ুন
সৌদি আরবে হজের দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা ২৪৪ জনকে গ্রেফতার করেছেন।
তারা অবৈধভাবে হজ পালন করতে গেছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। খবর আরব নিউজের।
এবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেবল সৌদিতে অবস্থান করা এক হাজার মুসলমানকে নিয়ে বুধবার হজের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পবিত্র কাবা শরিফ থেকে সাত কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মিনায় হজের ওই আনুষ্ঠানিকতা শুরু করেন। সেখানে ২৫ হাজার মানুষের জন্য তাঁবু টাঙানো হলেও এ বছর করোনাভাইরাসের কারণে বাইরের দেশ থেকে কাউকে হজে আসার অনুমতি দেয়া হয়নি।
এ কারণে অন্য দেশ থেকে আসা পর্যটকরা হজে অংশ নিতে এলেই গ্রেফতার করা হচ্ছে।