Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তরাখণ্ড সীমান্তে অবকাঠামো নির্মাণ শুরু করেছে নেপাল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৭:২২ পিএম

উত্তরাখণ্ড সীমান্তে অবকাঠামো নির্মাণ শুরু করেছে নেপাল

ছবি: হিন্দুস্তান টাইমস

এবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সীমান্তে নেপালের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। এ রাজ্যের ‘নো ম্যানস ল্যান্ডে’ বুধবার অবকাঠামো নির্মাণ শুরু করেছে নেপালিরা। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে যান ভারতীয় কর্মকর্তারা। এতে উত্তেজনা বেড়ে যায়। ১০০-১৫০ মিটারের ওই এলাকাটি নিজেদের দাবি করে নেপালিরা ভারত-বিরোধী স্লোগান দেয়। 

তনকপুরের এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, ওই বিতর্কিত জায়গাটি মালিকানা এবং সীমান্ত নির্ধারণে ভারত ও নেপালের যৌথ দল গঠন করা হয়েছিল। এলাকায় জরিপ পরিচালনার কথা থাকলেও করোনার প্রকোপে তা স্থগিত রয়েছে। 

এদিকে শুক্রবার বিহার লাগোয়া সীমান্তে ভারতীয়দের বেধড়ক মারধর করে নেপালের সশস্ত্র বাহিনী। ঘটনায় আহত হয়েছেন এক ভারতীয় দম্পতি। পরে ক্ষুব্ধ ভারতীয়দের সীমান্তে জমায়েত করলে তাদের ছত্রভঙ্গ করতে গুলিও চালিয়েছে নেপালের বাহিনী। 

 ছয় সপ্তাহে এ নিয়ে নেপালের সঙ্গে ভারতের তৃতীয়বার সীমান্তে উত্তেজনা তৈরি হল।   

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম