সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ। ফাইল ছবি
সৌদি আরবের রাজা ৮৪ বছর বয়সী সালমান বিন আবদুল আজিজের সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি গলব্লাডারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। অস্ত্রোপচার করে সেটি সরানো হয়েছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। এর আগে চলতি সপ্তাহে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
রয়টার্স জানিয়েছে, ২০১৫ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই তিনি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোতে তেল রফতানি করে আসছেন। বিশ্বে তেল রফতানিকারক দেশের মধ্যে অন্যতম সৌদি আরব।
সালমান বিন আবদুল আজিজ সৌদি আরবের সপ্তম বাদশাহ। তিনি বাদশাহ আবদুল আজিজের ২৫তম পুত্র। ২০১৫ সাল থেকে তিনি দেশটি শাসন করছেন। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।