Logo
Logo
×

আন্তর্জাতিক

শেখ হাসিনার সঙ্গে কাশ্মীর নিয়েও কথা বলেছেন ইমরান খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ১০:৫৩ পিএম

শেখ হাসিনার সঙ্গে কাশ্মীর নিয়েও কথা বলেছেন ইমরান খান

ইমরান খান ও শেখ হাসিনা। ছবি: টুইট থেকে নেয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত শাসিত কাশ্মীর পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার সকালে শেখ হাসিনাকে ফোন করেন ইমরান খান। এ সময় তারা দুই দেশের পারস্পরিক সম্পর্ক, করোনা পরিস্থিতিসহ কুশলাদি বিনিময় করেন।

এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের টেলিফোন আলাপ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি টুইট বার্ত দেওয়া হয়। এতে বলা হয়েছে, কোভিড প্যানডেমিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ভারত শাসিত কাশ্মীরের পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম