ছবি: আরব নিউজ
আসন্ন আরাফাতের দিন ও ঈদুল আজহায় সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম বন্ধ থাকবে। এ সময় মুসল্লিরা সেখানে ঢুকতে পারবেন না।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে আল আরাবিয়ার খবরে এমন তথ্য পাওয়া গেছে।
হজবিষয়ক নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বিন ওয়াসল আল আহমাদি মঙ্গলবার বলেন, মসজিদুল হারাম ও তার বাইরের প্রাঙ্গণে নামাজ পড়া যাবে না। আরাফাতের বাসায় বসেই লোকজনকে রোজা ভাঙারও অনুরোধ করা হয়েছে।
সৌদি নিরাপত্তা কর্মকর্তারা বলেন, হাজীদের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। সবার আগে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
ওয়াসল আল আহমাদি জানান, কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ ও সামাজিক দূরত্ব বজায় রাখতেই মসজিদুল হারামে ঢোকা ও বের হওয়া নিষিদ্ধের এসব সিদ্ধান্ত নিতে হয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের হিসাবে, সৌদিতে এখন পর্যন্ত দুই লাখ ৫৫ হাজার ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৫৫৭ জন।
এ ছাড়া দুই লাখ সাত হাজার ২৫৯ সৌদি নাগরিক করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বলে খবরে জানা গেছে।