Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার ফিলিস্তিনিদের জীবিকাও কেড়ে নিচ্ছে ইসরাইল

মৃতসাগরের সৈকত পর্যন্ত দখলের পরিকল্পনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২০, ০৬:০১ এএম

এবার ফিলিস্তিনিদের জীবিকাও কেড়ে নিচ্ছে ইসরাইল

পশ্চিমতীরে জর্ডান সীমান্ত পর্যন্ত নতুন করে ফিলিস্তিনিদের ভূমি দখল করতে যাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল।


যুক্তরাষ্ট্রের মদদে নতুন করে দখলদার রাষ্ট্রটি মৃতসাগরের সৈকত পর্যন্ত ফিলিস্তিনি ভূমি দখলের সিদ্ধান্ত নিয়েছে। খবর আরব নিউজের।


আর তা করলে মৃতসাগর থেকে পশ্চিমতীরের ফিলিস্তিনিদের লবণসহ নানা ধরনের খনিজ উপাদান সংগ্রহ বন্ধ হয়ে যাবে।


এ ছাড়া এখানকার বেশ কিছু ফিলিস্তিনি পর্যটন কেন্দ্রও ইসরাইলের দখলে চলে যাবে। 


মৃতসাগরের পানিতে প্রচুর পরিমাণ খনিজ উপাদান থাকায় এর পানি এত ভারী যে, কেউ সাঁতার না জানলেও এ সাগরের পানিতে ডুবে না।


বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এ মৃতসাগর দেখতে আসেন। এখানকার কাঁদা মেখে অনেকে ত্বকের রোগ সারাতে আসেন।


ফিস্তিনিরা ইসরাইলের নতুন করে ইহুদি বসতি গড়ার পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানিয়ে পশ্চিমতীরে প্রতিদিনই বিক্ষোভ মিছিল হচ্ছে।  

১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ধীরে ধীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিচ্ছে ইহুদি রাষ্ট্রটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম