সামাজিক অনুষ্ঠানে সৌদিতে ৩৩ শতাংশ করোনাভাইরাস
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২০, ১১:২৪ পিএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবে ৩৩ শতাংশ করোনাভাইরাস সংক্রমণের জন্য দায়ী বিভিন্ন সামাজিক সমাবেশ ও অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে, বিয়ে, দাফনানুষ্ঠান ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী রোববার এমন তথ্য দিয়েছে।-খবর আল আরাবিয়াহর
কাজেই নিজেদের, পরিবার ও সমাজকে সুরক্ষায় সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট ৩৯২ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে ফিরেছেন।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে বর্তমানে সাত হাজার ৬৭ জন কোয়ারেন্টিনে রয়েছেন।