Logo
Logo
×

আন্তর্জাতিক

করোনা অচলাবস্থা ভেঙে রাস্তায় বেরিয়ে এল ডাইনোসর! (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২০, ০২:৫৪ পিএম

করোনা অচলাবস্থা ভেঙে রাস্তায় বেরিয়ে এল ডাইনোসর! (ভিডিও)

ছবি: এনডিটিভি

রাস্তায় সুনসান নীরবতা। খুব বেশি দরকার না হলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। করোনাভাইরাসের আতঙ্কে সবাইকে বাড়িতে আবদ্ধ থাকতে বলেছে সরকার। শহরজুড়ে নজরদারি করছে টহল পুলিশ।

চীনের উহান থেকে উদ্ভূত প্রাণঘাতী করোনাভাইরাতে অচল হয়ে পড়েছে ইউরোপীয় দেশ স্পেনও। এমন পরিস্থিতিতে রাস্তায় হেঁটে বেড়াতে দেখা গেছে একটি ডাইনোসরকে। লকডডাউনের মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসর দেখে রাস্তায় অবাক হয়ে যায় পুলিশ।-খবর  এনডিটিভির

করোনা সংক্রমণ থেকে বাঁচতে মূলত ডাইনোসরের পোশাক পরে বের হন এক ব্যক্তি। দক্ষিণ-পূর্ব স্পেনের মার্সিয়ায় দেখা মিলেছে তার। 

সামাজিকমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, কমলা ডাইনোসর-পোশাক পরা এক লোক বাড়ির আবর্জনা রাস্তার ধারে এক ডাস্টবিনে ফেলছে। 

ভিডিওটি শেয়ার করে স্পেনের পুলিশ জানায়, সন্তানদের নিয়ে রাস্তায় বের হওয়া সম্ভব। তবে সেটা যেন একজনের বেশি কিংবা দূরের পথ না হয়। একটু রসিকতা করে পুলিশ জানায়, অচলাবস্থা ভাঙলে সঙ্গে ডাইনোসর থাকলেও রেহাই মিলবে না। 

কোভিড-১৯ ভাইরাস আতঙ্কে চীন, ইতালি ও ইরানের পরেই স্পেনের অবস্থান। দেশটিতে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম