Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ইজতেমায় ৭৭ মুসল্লি করোনায় আক্রান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০৪:৫৪ পিএম

মালয়েশিয়ায় ইজতেমায় ৭৭ মুসল্লি করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় তাবলিগ জামাতের ইজতেমার ফাইল ছবি

মালয়েশিয়ায় ইজতেমায় অংশ নেয়া ৭৭ মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাতুক সেরি ডা. আধাম বাবা বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের কাছের একটি মসজিদে তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৬ হাজার মানুষ অংশ নেন। নতুন করে করোনায় আক্রান্তদের ৭৭ জন এই ইজতেমায় অংশ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় এখন সেদিনের তাবলিগ জামাতের কর্মসূচিতে যারা অংশ নিয়েছিলেন তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। যারা সেখানে গিয়েছিলেন তাদের আরও নির্দেশাবলীর জন্য নিকটতম জেলা স্বাস্থ্য দফতরে যোগাযোগের অনুরোধ করছি। তাদের করোনার বিস্তার রোধে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। 

মালয়েশিয়ায় নতুন করে ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৮ জনে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম