হোলি উৎসবে পাকিস্তানি হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
প্রধানমন্ত্রী হিসেবে রঙের উত্সবে শুভকামনা জানালেও সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে নিন্দার ঝড়।
গতকাল সোমবার হোলি উপলক্ষে ইমরান টুইট করেন, ‘দেশের হিন্দু সম্প্রদায়কে হোলির শুভেচ্ছে। কামনা করি এই উত্সব তাদের জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে। পাশাপাশি তাদের নিরাপত্তাও সুনিশ্চিত করবে।
প্রধানমন্ত্রীর ওই টুইটের পরপরই নেটিজেনরা সমালোচনায় নেমে পড়েন।
খুশি সাজিদ হুসেন নামে একজন লিখেছেন, লজ্জা নেই আপনার! এইসব অত্যাচারীদের আপনি হোলির শুভেচ্ছা জানাচ্ছেন! এরা আপনার ভালো চায় না। এদের খতম করো। সৌদির চামচে কোথাকার।
তালহা নামের একটি অ্যাকাউন্ট থেকে রীতিমতে গালাগালিও দেয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।