ইরাকে আইএসবিরোধী অভিযানে গিয়ে ২ মার্কিন সেনা নিহত

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১১:১৮ এএম

ফাইল ছবি
ইরাকে আইএসবিরোধী অভিযান চালাতে গিয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছে। ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় পাহাড়ি এলাকায় রোববার ওই ঘটনা ঘটে।
সোমবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ইরাকের মার্কিন নেতৃত্বাধীন জোটের বিবৃতিতে বলা হয়েছে, ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক অভিযান চালানোর সময়ে ওই দুই মার্কিন সেনা নিহত হন। খবর এবিসির।
সোমবার চালানো ওই অভিযানের নাম অপারেশন ইনহেরেন্ট রিজলভ বা ওআইআর হিসেবে উল্লেখ করা হলেও এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
চলতি বছরে ইরাকে এটিই প্রথম কোনো মার্কিন সেনা নিহতের ঘটনা।
ডিসেম্বরে উত্তর ইরাকে একটি সামরিকঘাঁটিতে রকেট হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত হন। ইরান সমর্থিত বাহিনী কাতায়িব হিজবুল্লাহ এ হামলা চালায় বলে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ।