Logo
Logo
×

আন্তর্জাতিক

লন্ডনে পালানোর সময় ব্যাংক কর্মকর্তার মেয়ে আটক (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ১২:৪৫ এএম

লন্ডনে পালানোর সময় ব্যাংক কর্মকর্তার মেয়ে আটক (ভিডিও)

যুক্তরাজ্যের লন্ডনে পালানোর সময় ভারতের ইয়েস ব্যাংকের কর্ণধার রানা কাপুরের বড় মেয়ে রোশনি কাপুরকে আটক করা হয়েছে। 

রোববার মুম্বাই বিমানবন্দর থেকে বিমানে ওঠার আগে তাকে আটক করে পুলিশ। 

রোশনির বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হওয়ার কারণেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর সংবাদ প্রতিদিন। 

এর আগে রোববার সকালে গ্রেফতার করা হয় রানা কাপুরকে। পরে তাকে মুম্বাইয়ের বিশেষ আদালতে তোলা হলে ১১ মার্চ পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। 

সূত্রে জানা গেছে, ইয়েস ব্যাংক নিয়ে তদন্ত শুরু হওয়ার পরেই সতর্ক ছিলেন ইডির তদন্তকারীরা। তাদের ধারণা ছিল, পরিস্থিতি খারাপ বুঝলেই দেশ ছাড়তে পারেন ইয়েস ব্যাংকের কর্ণধার রানা কাপুর ও তার পরিবারের সদস্যরা। 

তাই তদন্তে নেমে দুর্নীতির ঘটনাটি জানার পরেই রানা ও তার পরিবারের সদস্যদের নাম লুকআউট নোটিশ জারি করা হয়। দেশের সব বিমানবন্দরে তা পাঠিয়েও দেয়া হয়। তার ভিত্তিতেই মুম্বাই বিমানবন্দরে আটক করা হয় রোশনি কাপুরকে। 

জানা গেছে, বেশ কিছু দিন ধরে ধুঁকছিল বেসরকারি এ ব্যাংকটি। সম্প্রতি ব্যাংকটির অবস্থা আরও খারাপ হয়। গ্রাহকদের লেনদেন নিয়ন্ত্রণ করা হয়। বিষয়টি সামনে আসতেই ব্যাংকের শেয়ারের দাম হু হু করে পড়তে থাকে। এমন পরিস্থিতিতে ব্যাংককর্তাদের অনিয়মের কথাও সামনে চলে আসে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম