Logo
Logo
×

আন্তর্জাতিক

নারী পরিচালিত এই গ্রামে পুরুষের প্রবেশ ও বসবাস নিষিদ্ধ!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ১০:২৭ এএম

নারী পরিচালিত এই গ্রামে পুরুষের প্রবেশ ও বসবাস নিষিদ্ধ!

বিশ্ব নারী দিবসে ফের আলোচনায় এলো কেনিয়ার একটি গ্রাম উমোজা। গ্রামটিতে পুরুষদের বসবাস করা তো দূরের কথা, প্রবেশও নিষিদ্ধ। 

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালে উমোজা গ্রামটি গড়ে ওঠে ১৫ ধর্ষিত নারীর উদ্যোগে। তারা একসঙ্গে বসবাস শুরু করেন। 

পরে আশপাশের এলাকা থেকেও নির্যাতনের শিকার হওয়া নারীরা একে একে এখানে এসে বসবাস শুরু করেন। ২০১৫ সালে এই গ্রামে বসবাসকারী নারীর সংখ্যা দাঁড়ায় ৪৭-এ।

এই গ্রামের প্রত্যেক নারীই স্বনির্ভর। তারা ক্ষুদ্র ও কুটিরশিল্পের সঙ্গে যুক্ত। এই গ্রামের নারীদের তৈরি গহনা বর্তমানে সারা বিশ্বেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

এই নারীদের দেখার জন্য দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন উমোজা গ্রামে। 

পর্যটকদের থেকে পাওয়া প্রবেশমূল্য বাবদ পাওয়া অর্থ দিয়ে গ্রামের উন্নয়নের কাজেই ব্যয় করেন তারা। 

প্রতি বছর দুজন করে প্রতিনিধি উমোজা গ্রাম পরিচালনার দায়িত্ব পান। বর্তমানে এই গ্রামে শিশুসহ ৪০০ জনের বসবাস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম