অ্যামাজন থেকে কেনা হয় পুলওয়ামা হামলার বিস্ফোরক তৈরির সরঞ্জাম!
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২০, ০১:১২ পিএম
ভারতের পুলওয়ামার মতো ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনার সঙ্গে যুক্ত হয়ে গেল বিশ্ববিখ্যাত অনলাইন শপিং সাইট ‘অ্যামাজন’ এর নাম।
শুক্রবার পুলওয়ামা কাণ্ডে আরও দু’জনকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যে বেড়িয়ে এলো এমন ভয়ঙ্কর তথ্য। খবর এনডিটিভির।
আটক এক আসামির দাবি, অ্যামাজন থেকেই তিনি বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও রাসায়নিক কিনেছিল।
জিজ্ঞাসাবাদে আটক আসামিদের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
গত বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতীয় আধাসামরিক বাহিনী- সিআরপিএফ'র কনভয়ে জঙ্গি হামলায় নিহত হয় ৪০ জন।
ওই হামলায় জড়িত সন্দেহে শুক্রবার শ্রীনগর থেকে ওয়েজুল ইসলাম (১৯) এবং পুলওয়ামা থেকে মহম্মদ আব্বাস রাদার (৩২) নামে দু’জনকে গ্রেফতার করেছে এনআইএ।
পুলওয়ামা হামলার সঙ্গে এই দু’জনের প্রত্যক্ষ যোগ রয়েছে বলে জানিয়েছে এনআইএ। এদের মধ্যে ওয়েজুল ইসলাম অ্যামাজন থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম কিনেছিল বলে জানিয়েছে এনআইএর গোয়েন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্তকারী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়েজুল স্বীকার করেছে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), ব্যাটারি, অন্য সরঞ্জাম ও রাসায়নিক কিনেছিল অ্যামাজন থেকে।