Logo
Logo
×

আন্তর্জাতিক

‘দিল্লি পেয়েছিস’ বলেই ২ মুসলিমকে পৈশাচিক নির্যাতন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ১১:২১ পিএম

‘দিল্লি পেয়েছিস’ বলেই ২ মুসলিমকে পৈশাচিক নির্যাতন

ছবি-সংগৃহীত

বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন ঘিরে দিল্লিতে মুসলিম হত্যার আঁচ পড়ল এবার পশ্চিমবঙ্গেও। 

সোমবার পশ্চিম উত্তরপ্রদেশের বুলন্দ শহরে প্রকাশ্য রাস্তায় দুজন মুসলিম ব্যক্তিকে পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটেছে। 

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হামলাকারী একদল যুবক দিল্লির প্রসঙ্গ টেনে ধর্ম তুলে কটূক্তি করে ওই দুজনকে বেধড়ক পেটায়। গোহত্যাকারী বলে গালাগাল করে অ্যাসিড হামলার হুমকি দেয়। 

তবে এ ঘটনার সঙ্গে দিল্লি-সন্ত্রাসের যোগ মানতে নারাজ উত্তরপ্রদেশ পুলিশ।  

বুধবার অনলাইনে ছড়িয়ে পড়েছে এ ঘটনার ভিডিও। সেখানে দেখা গেছে, ওই দুজনকে ঘিরে ধরে লাঠি-ঘুসি মারছে ছয়-সাতজনের 
একটি দল। 

যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রাণভিক্ষা করতে দেখা যায় আক্রান্তদের। একসময়ে দেখা যায়, হলুদ প্যান্ট ও কমলা জ্যাকেট পরা এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়ির পেছনে লুকিয়ে থাকা একজনকে টেনে বার করে লাঠিপেটা করছে। 

হামলাকারীদের ‘ভাই’ বলে ডেকে ছেড়ে দেয়ার জন্য কাকুতিমিনতি করতে থাকেন তারা। 

আর পাশেই মোটরসাইকেলে বসে কয়েকজন নির্লিপ্ত মুখে ঘটনাটি দেখছেন।

আক্রান্তদের একজন পুলিশকে বলেছেন, ‘আমরা গাজর কেনার জন্য বাজারে যাচ্ছিলাম। ওরা আমাদের সামনে এসে বাইক থেকে নেমে   টেনেহিঁচড়ে রাস্তার একদিকে নিয়ে যায়। জনা ছয়-সাত লোক ছিল। ‘এটি দিল্লি পেয়েছিস না কি!’, এই প্রশ্ন করে মারতে শুরু করে। 

বুলন্দ শহর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তাদের বক্তব্য– এর সঙ্গে দিল্লির ঘটনার কোনো যোগ খোঁজা অর্থহীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম