Logo
Logo
×

আন্তর্জাতিক

দাঙ্গায় মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত: গুতেরেস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৪ পিএম

দাঙ্গায় মৃত্যুর ঘটনায় আমি ব্যথিত: গুতেরেস

ছবি: সংগৃহীত

দিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে দাঙ্গা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। গান্ধীর অহিংসার চেতনার কথা স্মরণ করে বৃহস্পতিবার দিল্লির বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সম্প্রীতি ফিরিয়ে আনার আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

তিনি বলেন, সারাজীবন গান্ধীর চেতনায় আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। কাজেই যে কোনো সময়ের চেয়ে আজ গান্ধীর অনুপ্রেরণা বেশি দরকার।

আজ সত্যিকারের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা দরকার বলেও মনে করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, গত কয়েক দিন ধরে আমি যে মৃত্যুর খবর শুনছি, তাতে ব্যথাহত।

সংস্থাটির মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, নয়াদিল্লির পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন গুতেরেস। শান্তিপূর্ণ বিক্ষোভের অনুমতি দেয়া উচিত বলেই তিনি মনে করেন।

 এ ছাড়া নিরাপত্তা বাহিনীকে সংযমের পরিচয় দেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ভারতে সাম্প্রদায়িক সহিংসতায় এখন পর্যন্ত ৩৯ নিহত হয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম