Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:০০ পিএম

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে দিল্লিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যে নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার যে সংঘাতের সূত্রপাত হয়েছিল, তা আরও ব্যাপক আকার ধারণ করেছে।

ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে হামলায় সব মিলিয়ে ১৯ জন নিহত হয়েছেন। বুধবার হাসপাতালের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লির সংঘর্ষ নিয়ে কথা বলেছেন তিনি। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদি ভারতের সব মানুষের ধর্মীয় স্বাধীনতা চান বলে জানিয়েছেন।

দিল্লিতে সহিংসতার ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি পুরোপুরি ভারতের বিষয়।

ট্রাম্প বলেন, আমি মানুষের আক্রান্ত হওয়ার ব্যাপারে শুনতে পেয়েছি। কিন্তু এটি নিয়ে আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলিনি। এটি ভারতের বিষয়।

সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম