Logo
Logo
×

আন্তর্জাতিক

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬ পিএম

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

দুর্ঘটনা কবলিত বিমান। ছবি: সংগৃহীত

মেঘে ঢেকে থাকার কারণে মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। বুধবার অস্ট্রেলিয়ার রাজ্য ভিক্টোরিয়াতে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।  

মেলবোর্নের উত্তরে মঙ্গোলর বিমানবন্দরের কাছে দুই ইঞ্জিন বিশিষ্ট হালকা বিমানের মধ্যে সংঘর্ষ হয়।   

পুলিশের একজন মুখপাত্র বলেন, এটা সম্ভব হয়েছিল মেঘে ঢেকে থাকার কারণে দুই বিমানের পাইলট কেউ কাউকে দেখতে পাননি।

পুলিশ জানায়, উভয় বিমানে ভিন্ন ভিন্ন বিমানবন্দর থেকে দুইজন যাত্রী উঠেছিলেন। কয়েক দশকে দেশটিতে এটি সম্ভবত মাঝ আকাশে দুর্ঘটনা ঘটেছে। 

এবিসি নিউজকে ভিক্টোরিয়া পুলিশ পরিদর্শক পিটার কজার বলেন, আমরা নিশ্চিত নই দুই বিমান কেন একই রুটে গিয়েছে অথবা কেন তারা একই এলাকায় গিয়েছে। তবে দুর্ঘটনাবশত মাঝ আকাশে তাদের বিমান দুটিতে সংঘর্ষ ঘটে। 

তিনি বলেন, বিমানদুটি ভূমিতে পড়ার আগেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম