Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের হুমকির বিষয়ে সৌদির সঙ্গে বসবেন পম্পেও

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৩ পিএম

ইরানের হুমকির বিষয়ে সৌদির সঙ্গে বসবেন পম্পেও

সৌদি আরবের বিমান বন্দরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ছবি: এএফপি

ইরানের হুমকির বিষয়ে সৌদি আরবের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। 

তিনি বলেন, সৌদি নেতৃত্বের সঙ্গে নিরাপত্তা, ইরানের হুমকি, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক ও মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করা হবে।  খবর আরব নিউজের।

বুধবার সৌদি সফরে পৌঁছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন। তিনি সৌদি আরবে শুক্রবার পর্যন্ত অবস্থান করবেন। এপি জানিয়েছে, এরপর সৌদি থেকে পম্পেও ওমান সফরে যাবেন।  

এর আগে ইথিওপিয়ার বিমান বন্দরে সাংবাদিকদের ইরানের সঙ্গে আলোচনার কথা জানান। সেই সময় তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য যে কোনো সময় প্রস্তুত ওয়াশিংটন প্রশাসন। 

তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন কর্তৃপক্ষ যে কোনো সময় প্রস্তুত, তবে তাদের মৌলিকভাবে ব্যবহার পরিবর্তন প্রয়োজন ও সেই সঙ্গে তাদের বিরুদ্ধে সর্বাধিক চাপ প্রয়োগের প্রচারণা অব্যাহত থাকবে।   

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম