Logo
Logo
×

আন্তর্জাতিক

হাঁটু মচকে দাঁত ভেঙে গেলেও নাচ থামাননি শিল্পী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২১ এএম

হাঁটু মচকে দাঁত ভেঙে গেলেও নাচ থামাননি শিল্পী

ছবি: ওয়াশিংটন পোস্ট

টেক্সাসের এক নৃত্যশিল্পী ১৫ ফুট উঁচু পোল থেকে পড়ে যান। এতে তার চোয়াল ও দাঁতের কিনার ভেঙে যায়, মচকে যায় হাঁটুও। কিন্তু তিনি নাচ বন্ধ না করে অব্যাহত চালিয়ে গেছেন।

পরে জিনে স্কাই নামের এই নৃত্যশিল্পীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে শরীরের ফেটে যাওয়া জায়গাগুলোতে সেলাই করতে হয়েছে।

এই ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ডেইলি ডটের প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ডালাসের এক্সটিসি ক্যাবারের পেশাদার নৃত্যশিল্পী জিনে। প্রতি সন্ধ্যায় তার স্ট্রিপ ড্যান্স দেখতে সেই ক্যাবারেতে আসর জমাতেন টেক্সাসের বুড়ো থেকে জওয়ান। 

কিন্তু রোববার ছুটির দিনে এই দুর্ঘটনার মুখে পড়েন তিনি। সামাজিকমাধ্যমে এই লোমহর্ষক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে আঁতকে উঠেন নেটিজেনরা।

দেখা গেছে, দোতলা উঁচু পোল থেকে এই নৃত্যশিল্পী নিচে পড়ে যান। কিন্তু নিজেকে সামলে চলেছেন তিনি। এমনকি ক্লাবের কর্মীরা তাকে তুলতে গেলে তিনি তাদের বাধা দিয়ে বলেন– আমি ঠিক আছি। হাঁটতে-চলতে পারব।

নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করেন ওই নৃত্যশিল্পী। কাঁদতে কাঁদতে তিনি বলেন, সবার প্রশ্ন– আমি কেমন আছি? সবাই পাশে ছিলেন, এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ। আমার জীবন বেঁচে গেছে, মুখেও আঘাত আছে। কিন্তু এর চেয়েও খারাপ কিছু ঘটতে পারত। 

যেহেতু জিনে ওই ক্লাবের স্থায়ী কর্মচারী নয়, তাই এ দুর্ঘটনার দায় নিতে তারা অস্বীকার করেছে বলে খবরে জানা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম