সিংহের আক্রমণে দক্ষিণ আফ্রিকার সাফারি পার্কে তরুণী নিহত
শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৮ পিএম
দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের গেম রির্জাভ নামে একটি সাফারি পার্কে একদল সিংহের আক্রমণে ২১ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন।
শনিবার সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সোয়ান ভ্যান উইকে নামে এই তরুণী গেম রির্জাভ সাফারি পার্কে চাকরি করতেন।
ঘটনার সময় একদল সিংহ এসে তাকে পেছন থেকে আক্রমণ করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার সময় সাফারি পার্কে কর্মরত অন্য কর্মচারীরা ঐ তরুণীর মৃতদেহ উদ্ধার করে। প্রদেশের পুলিশ মুখপাত্র কর্নেল মোয়াথে এনগোইপ জানিয়েছেন, ঘটনাস্থলে প্যারামেডিকস দ্বারা তাকে মৃত প্রমাণিত করা হয়েছে।