Logo
Logo
×

আন্তর্জাতিক

কাজাখস্তানে দাঙ্গায় পুড়ল ৪৫ স্থাপনা, নিহত ৮

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৬ এএম

কাজাখস্তানে দাঙ্গায় পুড়ল ৪৫ স্থাপনা, নিহত ৮

কাজাখস্তানে দাঙ্গায় পোড়া ঘরবাড়ি। ছবি: সংগৃহীত

কাজাখস্তানে উপজাতি গোষ্ঠীদের মধ্যে দাঙ্গায় অন্তত ৮ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।  

এ সংঘর্ষে প্রায় ৩০টি বাড়ি ও ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। খবর বিবিসির

দাঙ্গাকবলিত এলাকায় পুলিশ ও ন্যাশনাল গার্ড নিয়ন্ত্রণে নিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জোরমাত তোকায়েভ।

বিবিসি জানায়, শুক্রবার দেশটির জামবিলপ্রদেশের কিরগিস্তান সীমান্তবর্তী মাসানচি গ্রামে উপজাতি গোষ্ঠীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিবাসী সংখ্যালঘু দানগান গোষ্ঠীর সঙ্গে হুয়ি মুসলিমরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০টি বাড়ি ও ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস হয়।

পরে ঘটনাস্থলে কাজাখের ন্যাশনাল গার্ডের সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও দাঙ্গা জড়িত অন্তত ৪৭ জনকে গ্রেফতার করে।

এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট তোকায়েভ বলেন, ‘কোরদাই জেলার বেশ কয়েকটি বসতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লড়াই হয়েছে।  উসকানিমূলক গুজব রটিয়ে এ দাঙ্গার সূচনা করা হয়েছে।  গুজব রটিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে ফায়দা লুটের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ’

ঘটনার তদন্ত করে দ্রুত জড়িতদের শাস্তির আওতায় আনতে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশনা দেন তোকায়েভ।

কাজাখস্তানের তথ্যমন্ত্রী দৌরেন আবাইয়েভ জানান, ‘তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রায়ই ওই এলাকায় বড় ধরনের সংঘর্ষে ঘটনা ঘটে। এবারের দাঙ্গাও তদ্রূপ। এবার এক জনসমাবেশে দুপক্ষের মধ্যে মতের মিল না হওয়ায় প্রায় ৩০০ লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফের দাঙ্গার ঘটনা এড়াতে মাসানচি এখন অবরুদ্ধ করে রাখা হয়েছে।’

প্রসঙ্গত ১৯ শতকে চীন থেকে বেশ কয়েকটি নৃগোষ্ঠী কাজাখাস্তান ও কিরগিজস্তান সীমান্তে এসে বসতি শুরু করে। সংখ্যালঘু দানগান গোষ্ঠী এদের মধ্যে অন্যতম।

 প্রায়ই স্থানীয় ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর সঙ্গে রক্তক্ষয়ী বিবাদে জড়িয়ে পড়ে তারা।

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম