Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার মাদাম তুসোতে মোহাম্মদ সালাহ (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৩:২৬ পিএম

এবার মাদাম তুসোতে মোহাম্মদ সালাহ (ভিডিও)

মাদাম তুসোতে মোমের মূর্তি স্থাপনে মোহাম্মদ সালাহর শরীরের মাপ নেয়া হচ্ছে। ছবি: আরব নিউজের

লন্ডনের মাদাম তুসো যাদুঘরে এবার মিসরীয় ফুটবল তারকা মোহাম্মদ সালাহর একটি মোমের মূর্তি স্থাপন করা হচ্ছে। 

শুক্রবার এই লিভারপুর খেলোয়াড়ের মাপের মূর্তি বসানোর হবে ঘোষণা দেয়া হয়েছে।-খবর আরব নিউজের

এজন্য জাদুঘরের বিশেষজ্ঞদের সঙ্গে বসতে হয়েছে ফুটবলের মহাতারকাকে। সেখানে তার শত শত ছবি ও মাপ নেয়া হয়েছে তার।

মোহাম্মদ সালাহ বলেন, মাদাম তুসের শিল্পীদের সঙ্গে কাজ করতে পেরে আমি উত্তেজিত।

টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তাকে বলতে দেখা গেছে, চলতি বছরের শেষে তার মোমের দেহ উন্মুক্ত করা হবে।

যাদুঘরটির ব্যবস্থাপক স্টিভ ডেভিস বলেন, বিশ্বব্যাপী ফুটবল প্রেমীরা অবশ্যই এ ঘোষণায় খুশি হবেন। 

তার মতে, এই মিসরীয় ফরওয়ার্ড বর্তমানে বিশ্ব তারকা। কাজেই মাদাম তুসোতে জনপ্রিয় বক্তিদের আসরে ভক্তরা তাকে দেখতে চাইবেন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম