Logo
Logo
×

আন্তর্জাতিক

কাসেম সোলাইমানিকে সর্বোচ্চ পদক দিল সিরিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০৭:২৯ এএম

কাসেম সোলাইমানিকে সর্বোচ্চ পদক দিল সিরিয়া

সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি। ছবি: সংগৃহীত

মার্কিন গুপ্ত হামলায় নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে সর্বোচ্চ পদকে ভূষিত করেছে সিরিয়া।  

সোমবার তেহরান সফররত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আব্দুল্লাহ আইয়ুব ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামির কাছে এ পদক হস্তান্তর করেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাঠানো সর্বোচ্চ পদকটি সোলাইমানির পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি তেহরানে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠক করেছেন। 

এসময় ইরান সব সময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। 

জেনারেল হোসেন সালামি বলেন, ইরান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে নিজের ভৌগোলিক অখণ্ডতা বলে মনে করে এবং এর প্রতি সর্বোচ্চ সম্মান দেখায়। তিনি বলেন, সিরিয়া থেকে সব শত্রু উৎখাত না হওয়া পর্যন্ত ইরান সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস বলেন, কাসেম সোলাইমানি হচ্ছেন গোটা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্রদের পরাজয়ের স্থপতি। শহীদ সোলাইমানি মুসলিম বিশ্বের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে স্থায়ী প্রভাব রেখে গেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম