Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বিরোধীদের গুলি করে মারব: দিলীপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০, ০৯:৪৭ এএম

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বিরোধীদের গুলি করে মারব: দিলীপ

পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সরকারবিরোধীদের গুলি করে মারবে বলে হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

পশ্চিমবঙ্গের রানাঘাটে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে প্রচারে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে পাঁচ থেকে ছয়শ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে।খবর আনন্দবাজার পত্রিকার।

আসাম, কর্নাটক ও উত্তরপ্রদেশে 'শয়তানদের' গুলি করে মারা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি।

এর পরই তিনি হুমকি দেন, এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এ রাজ্যের ক্ষমতায় এলে লাঠি দিয়ে মারব, গুলি করব এবং জেলে পাঠাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠেকানোর কোনো মুরোদ নেই।

এর আগেও এ বিজেপি নেতা এ ধরনের বেফাঁস কথা বলেছেন। সরকারি পরিসংখ্যান না থাকলেও তার দাবি, দেশে দুই কোটি অনুপ্রবেশকারী মুসলমানের এক কোটি এই রাজ্যে।

প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, দিলীপ রাজ্যের বিজেপিপ্রধানের দায়িত্ব পাওয়ার পর থেকেই এ ধরনের কথা বলে আসছেন। তিনি অসুস্থ মস্তিষ্কের। তার আসলে চিকিৎসা দরকার। জনগণই তাকে জবাব দেবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম