Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ১০:১০ পিএম

যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান

তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ও ইরানি প্রেসিডেন্ট। ফাইল ছবি

তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনিয়ান বিমান ভুল করে ভূপাতিত করার কথা ইরান স্বীকার করার পর দেশটিতে অবৈধ বিক্ষোভে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অংশগ্রহণ করেছেন। এ বিষয়টি জানতে চেয়ে রোববার তেহরানের পক্ষ থেকে তাকে তলব করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবাসাইটে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, শনিবার অবৈধ বিক্ষোভে যুক্তরাজ্যেরে রাষ্ট্রদূত রব ম্যাকএয়ার রীতিবিরুদ্ধ অংশগ্রণের কারণ জানতে চেয়ে আজ তাকে তলব করা হয়েছে। 

এদিকে বৃটেন বলছে, এর আগে তার দেশের রাষ্ট্রদূতকে শনিবার সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়েছিল। তবে ইরানি সংবাদ মাধ্যম আটকের বিষয়ে বলেছে, তিনি সরকার বিরোধী বিক্ষোভে উৎসাহ যুগিয়েছেন। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ শনিবার তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীদের উসকানি দিয়েছেন।

এদিকে রোববার ইরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস ঘিরে বিক্ষোভ করেছে দেশটির বাসিজ কট্টরপন্থী মিলিশিয়ারা।  তারা যুক্তরাজ্যের দূতাবাস বন্ধের দাবি জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম