Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে বসানো হচ্ছে বেড়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ০২:৩৭ এএম

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে বসানো হচ্ছে বেড়া

পুরোনো কাঁটাতারের বেড়া সরিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন বেড়া বসানো হচ্ছে।

মূলত বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় এই বেড়া নির্মাণকে পাইলট প্রজেক্ট বা প্রাক-প্রকল্প হিসেবে নেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়েছে, এরইমধ্যে ভারতের লাঠিটিলা ও শিলচর সেক্টরে বেড়া নির্মাণকাজ শুরু হয়েছে। পাইলট প্রজেক্টের এই কাজ সম্পন্ন করতে ব্যয় হবে ১৪ কোটি ৩০ লাখ রুপি।

জানা গেছে, এই বেড়া একদিকে যেমন অত্যাধুনিক, অন্যদিকে এটি কাটা বেশ কঠিন হবে। ফলে চোরাকারবারিরা এই বেড়া কেটে সহজে সীমান্ত পার হতে বা অনুপ্রবেশ করতে পারবে না।

পাইলট প্রকল্পের আওতায় ৭ দশমিক ১৮ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক এই বেড়া বসানো হবে।

তবে শুধু ভারত-বাংলাদেশ সীমান্তেই নয়, একই ধাঁচের বেড়া বসানো হবে ভারত-পাকিস্তান সীমান্তেও। মূলত ভারত-পাকিস্তানের জম্মু-কাশ্মীর সীমান্তে এই বেড়া লাগানো হবে বলে জানা গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম