Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সব বাহিনীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে বিল পাস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০২:৩২ পিএম

যুক্তরাষ্ট্রের সব বাহিনীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে বিল পাস

যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে পার্লামেন্টে বিল পাস করল ইরান।

মঙ্গলবার ইরানের পার্লামেন্টে মার্কিন সব বাহিনীকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আনা একটি প্রস্তাব পাস হয়েছে বলে জানিয়েছে এএফপি ।

গত শুক্রবার মার্কিন ড্রোন হামলায় দেশটির জনপ্রিয় ও দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিক্ত কুদস ফোর্সপ্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর এ বিল পাস হলো ইরানের সংসদে।

কাতারভিত্তিক আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, মঙ্গলবার ইরানের পার্লামেন্টে একটি নতুন বিল আনা হয়। কাসেম সোলেইমানিকে হত্যার সঙ্গে জড়িত মার্কিন সব বাহিনীকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে সেখানে।  এছাড়া পেন্টাগনের সব কর্মকর্তা-কর্মচারী এবং পররাষ্ট্র দফতরের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থা, অ্যাজেন্ট এবং কমান্ডার যারা সোলাইমানি হত্যায় নির্দেশ দিয়েছিলেন তাদের সবাইকেও ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়া হয়।

বিলে আরো বলা হয়, ‘সামরিক, গোয়েন্দা, অর্থনৈতিক, কারিগরি সহায়তার পাশাপাশি অন্যান্য সেবা বা লজিস্টিকস সহায়তা যারা মার্কিন বাহিনীগুলোকে দেবে তারাও সন্ত্রাসী কাজের সহযোগী হিসেবে বিবেচিত হবেন।

এ সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সশস্ত্র বিদেশি শাখা কুদস ফোর্সকে ২০০ মিলিয়ন ইউরো প্রণোদনা দেয়ার পক্ষে ভোট দেন সংসদ সদস্যরা।

উল্লেখ্য, ১৯৯৮ সালে কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব নেন কাসেম সোলাইমানি।  তিনি দায়িত্ব নেয়ার পর সিরিয়া, লেবানন ও ইরাকে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্ষীণ হয় এবং ইরানের কর্তৃত্ব বাড়ে।

মধ্যপ্রাচ্যে শান্তি আনার তাগিদে বেশ কিছু দিন ধরে সৌদি আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল তেহরান।  বাগদাদের মধ্যস্ততায় জেনারেল কাসেম সোলাইমানি এ আলোচনায় ইরানের পক্ষের দূত হিসেবে কাজ করছিলেন।

গত ৩ জানুয়ারি তিনি ইরাকে গেলে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় নিহত হন।  হামলায় দায় স্বীকার করে ইশ্বর তার সঙ্গে রয়েছেন বলে বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধংদেহী পরিস্থিতি বিরাজ করছে।

আর ওয়াশিংটন-তেহরানের মাঝে ব্যাপক উত্তেজনার মধ্যে দিয়েই যুক্তরাষ্ট্রে সব ধরনের প্রতিরক্ষা বাহিনীকে সন্ত্রাসী ঘোষণা দিল ইরান।

সূত্র: সিবিএস নিউজ, আলজাজিরা

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম