Logo
Logo
×

আন্তর্জাতিক

বালাকোট নিয়ে উপযুক্ত জবাব ভারত যেন ভুলে না যায়: পাকিস্তান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৭:৫২ পিএম

বালাকোট নিয়ে উপযুক্ত জবাব ভারত যেন ভুলে না যায়: পাকিস্তান

পাকিস্তানের জঙ্গি বিমান। ফাইল ছবি

নতুন সেনাপ্রধানের বক্তব্যের পর দিল্লিকে হুশিয়ারি দিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বালাকোট নিয়ে উপযুক্ত জবাব ভারত যেন ভুলে না যায়।খবর পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইনের। 

ভারতের নতুন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানের বিতর্কিত মন্তব্যের জেরে বুধবার ইসলামাবাদের পক্ষ থেকে ভারতে এসব কড়া বার্তা দেয়া হয়।  এতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মীর পেরিয়ে দেশের অভ্যন্তরে হামলা সম্পর্কিত বিষয়টির প্রতিবাদ জানানো হয়।  পাকিস্তান দিল্লির সেনাপ্রধানের  বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন বক্তব্য’ বলেও উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এতে কোনো সন্দেহ নেই দেশের অভ্যন্তরে ভারতের যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।  

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয় ‘ভারতের উসকানি সত্ত্বেও পাকিস্তান এ অঞ্চল ও এর বাইরে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে।’ 

এর আগে বুধবার ভারতের ২৮ তম সেনাপ্রধান জেনারেল নারাভানে দায়িত্বগ্রহণের কয়েক ঘণ্টা পর সাংবাদিকদের বলেন, ‘নয়া দিল্লি প্রতিরোধের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলার অধিকার রাখে’।  

পিটিআইকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে নতুন সেনাপ্রধান বলেন, ‘জঙ্গি দমনের কৌশল আমাদের জানা রয়েছে।  সন্ত্রাসবাদ মদদের নীতি যদি পাকিস্তান পরিহার না করে, আমরা সন্ত্রাসের হুমকি প্রতিরোধে হামলা চালানোর অধিকার রাখে।  এটি আমরা সার্জিক্যাল স্ট্রাইক ও বালাকোটের অভিযান দিয়ে প্রকাশ করেছি।’ 

মঙ্গলবার ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ মুকুন্দ নারাভানে। তিনি দেশটির ২৮তম সেনাপ্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম