আবারও উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০৩:৩২ পিএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়ার ইঙ্গিত দিয়েছেন।
বুধবার তিনি এ কর্মসূচি চালুর ঘোষণা দিয়ে বলেছেন, ভবিষ্যতে নতুন কৌশলগত অস্ত্র বানাতে চায় তার দেশ। খবর বিবিসি ও রয়টার্স।
পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রকে বেঁধে দেয়া সময় শেষ হওয়ার পর নতুন এই হুমকি হুশিয়ারি দিলেন উত্তর কোরীয় নেতা।
উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ নিয়ে গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফায় আলোচনার উদ্যোগ ভেস্তে যায়।
২০১৯ সালের মধ্যে ওয়াশিংটন নতুন করে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিতে ব্যর্থ হলে ‘নতুন পথ’ নেয়ার হুমকি দেয় পিয়ংইয়ং। সময়সীমা শেষ হওয়ার পরই নতুন করে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরুর ঘোষণা দিলেন কিম জং উন।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানো ও নিষেধাজ্ঞা আরোপসহ যুক্তরাষ্ট্র গ্যাংস্টারের মতো আচরণ করায় উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর স্বঘোষিত স্থগিতাদেশ চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই বলে জানান কিম।