ফেসবুকে ভাইরাল টুপি পরা কবুতর (ভিডিও)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ০২:৪৩ পিএম
গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কবুতরদের হাঁটাচলার একটি ভিডিও।
ভিডিওতে দেখা গেছে, কাউবয় টুপি পরিহিত কবুতর খাবারের সন্ধানে এদিক-ওদিক ঘুরছে। টুপিগুলো তাদের মাথায় এমনভাবে আটকে আছে, মনে হচ্ছে রসিকতা করে কেউ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে।
টুপি পরিহিত এসব কবুতরকে দেখে বেশ আনন্দ পেয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করেন ভিডিওটি। নেটিজেনরা এমন তিনটি কবুতরের নাম দিয়েছেন– ক্লাক নরিস, কুলামিটি জেন ও বিলি দ্য পিজ।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, টুপি পরিহিত এসব কবুতরের দেখা মিলেছে দেশটির লাসভেগাস রাজ্যে।
তবে বিষয়টি মোটেও মজার নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পাখি বিশেষজ্ঞরা। এ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তারা সেসব কবুতরের খোঁজে নামেন।
উদ্দেশ্য– তাদের মাথা থেকে টুপিগুলো খুলে নেয়া। যেন এসব পাখি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। সফলও হয়েছেন তারা।
সিএনএন জানিয়েছে, গত সোমবার ফাঁদ পেতে ক্লাক নরিস নামের কবুতরটিকে উদ্ধার করেছে ‘লফটি হোপস' নামের এক সংস্থা। এর পর টুপির ফাঁদ থেকে তাকে মুক্ত করা হয়।
মঙ্গলবার টুপি পরা বিলি দ্য পিজ কবুতরকে উদ্ধার করে সংস্থাটি। তার মাথায় আটকে থাকা লাল টুপিটি খুলে নেয়া হয়।
তবে এখন পর্যন্ত কুলামিটি জেনকে উদ্ধার করা যায়নি। খুঁজে পেলেই একেও টুপির ফাঁদ থেকে মুক্ত করা হবে।
ওই দুই কবুতরের টুপি খুলে নিয়ে ‘লফটি হোপস' তাদের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছে।
সিএনএনকে সংস্থাটির যুগ্ম প্রতিষ্ঠাতা মারিয়া হিলম্যান বলেন, মনে হচ্ছে টুপিগুলো বেচারা পাখিগুলোর মাথায় আটকে গিয়েছিল বা কোনো দুষ্টু লোক তাদের এ টুপি পরিয়ে দেয়। এক পশু চিকিৎসক জানিয়েছেন, ক্লাক নরিস ও বিলির টুপি খুলতে পেরেছি আমরা। দুটি পাখিই সুস্থ রয়েছে। টুপি থেকে মুক্ত হতে পেরে ওরাও আনন্দিত। যত দ্রুত সম্ভব কুলামিটি জেন নামের কবুতরটিকে খুঁজে তাকেও টুপির ফাঁদ থেকে মুক্ত করব আমরা।
ভিডিওতে দেখুন -