ভারতের কিংবদন্তি অভিনেতা শ্রীরাম লাগু আর নেই
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫ পিএম
ভারতের হিন্দি ও মারাঠি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, থিয়েটারকর্মী শ্রীরাম লাগু (৯২) মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎকরা জানিয়েছেন। খবর এনডিটিভির।
১৯২৭ সালের ১৬ নভেম্বর মহারাষ্ট্রের সাতারার্তে জন্ম হয় শ্রীরামের। একশরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।
হিন্দি ছবির পাশাপাশি মারাঠি ও গুজরাটি ছবিতেও অভিনয় করতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, মারাঠি নাটক 'নটসম্রাট'-এ তার চরিত্র ভীষণভাবে প্রশংসিত হয়েছিল।
'গান্ধী' ছবিতে গোপাল কৃষ্ণ গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ১৯৭৪ সালে 'ঘারোন্দা' ছবিতে চমৎকার অভিনয়ের জন্য তার ঝুলিতে আসে বেশ কয়েকটি নামিদামি পুরস্কার।
গুণী এ শিল্পীর মৃত্যুতে সিনে দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ভারত সরকারের তথ্য সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইটারে লাগুর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।