Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার বিমান হামলায় ইদলিবে শিশুসহ ৫ বেসামরিক নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:২৪ পিএম

রাশিয়ার বিমান হামলায় ইদলিবে শিশুসহ ৫ বেসামরিক নিহত

রাশিয়ায় বিমান হামলায় বিধ্বস্ত ভবনের সামনে হতাশার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এক সিরিয়ান শিশু। ছবি: আনাদলু এজেন্সি

রাশিয়ার বিমান হামলায় ইদলিবে ৫ সিরিয়ান নাগরিক নিহত রাশিয়ার বিমান হামলায় সিরিয়ার ইদলিবে অন্তত ৫ বেসামরিক সিরিয়ান নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশুও রয়েছে। এসময় আরও ৯ জন আহত হন।

সোমবার স্থানীয় প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি।

খবরে বলা হয়, দেশটির বিননিশ শহরের মার শিমারিন গ্রামে হামলায় দুই বেসামরিক নারী ও এক শিশু নিহত হয়েছে। এছাড়াও ৪ জন আহত হয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে মস্কো ও আঙ্কারার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। ইদলিবের ওই উত্তেজনাপূর্ণ এলাকায় এ পর্যন্ত ১৩০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সিরিয়ার ওই এলাকা থেকে ১০ লক্ষাধিক মানুষ তুরস্কে আশ্রয় নিয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় রক্তক্ষয়ী ওই গৃহযুদ্ধ শুরু হয়।

জীবনের নিরাপত্তার জন্য প্রতিবেশী তুরস্কে ৩৬ লাখ মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। যার ফলে বিশ্বের সবচেয়ে বৃহৎ শরণার্থী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে সামরিক শক্তির দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম