Logo
Logo
×

আন্তর্জাতিক

চিলির সামরিক বিমান ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৩২ এএম

চিলির সামরিক বিমান ৩৮ আরোহী নিয়ে নিখোঁজ

অ্যান্টার্কটিকায় চিলির একটি বিমানঘাঁটিতে যাওয়ার পথে দেশটির একটি সামরিক বিমানের নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার ৩৮ আরোহী নিয়ে উড্ডয়নের ১৮ মিনিট পর থেকে বিমানটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না। খবর বিবিসি ও রয়টার্সের।

আরোহীদের মধ্যে ১৭ ক্রু এবং ২১ জন যাত্রী ছিলেন। চিলির দক্ষিণের শহর পুনটা অ্যারেনাস থেকে স্থানীয় সময় সোমবার বিকাল ৪টা ৫৫ মিনিটে অ্যান্টার্কটিকার পথে রওনা হয় সি-১৩০ হারকিউলিস বিমানটি।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিমানটিতে করে অ্যান্টার্কটিকায় চিলির ঘাঁটিতে রসদ নিয়ে যাওয়া হচ্ছিল।   

বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে চিলির বিমানবাহিনী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম